খুলনায় গত ২৪ ঘন্টায় অ্যামফেটামিনযুক্ত ২০টি ইয়াবা বড়িসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্র জানায়, খালিশপুর থানা-পুলিশের একটি দল খালিশপুর থানাধীন ১০ নং ওয়ার্ডস্থ বঙ্গবাসী স্কুলের সামনে পাকা রাস্তার ওপর থেকে মো. ইমরান হোসেন সিয়াম (২৭) নামের ওই ব্যক্তিকে ২০টি ইয়াবা বড়িসহ গ্ৰেপ্তার করেছে।
ইমরান ওই স্কুল এলাকার মো. দেলোয়ার হোসেনের ছেলে। ইমরানের বিরুদ্ধে খালিশপুর থানায় মামলা হয়েছে।