খুলনা বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার খণ্ডচিত্র। ছবি : বাংলাদেশ পুলিশ

খুলনা বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৪-এর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার মো. মোজাম্মেল হক বিপিএম (বার), পিপিএম।

জেলা প্রশাসন ও সুন্দরবন পশ্চিম বন বিভাগ খুলনার আয়োজনে মঙ্গলবার (১৬ জুলাই) বিকেলে সার্কিট হাউস ময়দানে এর উদ্বোধন হয়।

“বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ” প্রতিপাদ্য সামনে রেখে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি খুলনা বিভাগীয় কমিশনার মো. হেলাল মাহমুদ শরীফ।

এ সময় অতিথিবৃন্দ বিভিন্ন স্টল ঘুরে দেখেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনার জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন।

খুলনা রেঞ্জের ডিআইজি মঈনুল হক বিপিএম (বার), পিপিএম; খুলনা অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার; খুলনার পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান পিপিএম (বার); খুলনা জেলা মুক্তিযোদ্ধ সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সরদার মাহবুবার রহমান; খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।