খুলনায় মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) মাদকবিরোধী অভিযানে চোলাই মদসহ এক মাদক কারবারি গ্রেপ্তার হয়েছে। ২৯ সেপ্টেম্বর (বুধবার) রাতে নগরীর স্টেশন রোড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ওই মাদক কারবারির নাম অজয় দাস (২৫)। তাঁর বাড়ি সোনাডাঙ্গা মডেল থানা এলাকায়।
কেএমপি জানায়, ২৯ সেপ্টেম্বর রাত পৌনে ১০টার দিকে কোতোয়ালি থানা-পুলিশের একটি বিশেষ দল নগরীর স্টেশন রোড (বার্মাশীল) এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবারি অজয় দাসকে গ্রেপ্তার করে। তাঁর কাছ থেকে ৪০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়েছে।