খলনা বিভাগে আজ শুক্রবার জলবায়ু পরিবর্তন,গ্রিন ক্লাইমেট ফান্ড ও পিএসএফ এর পরিবেশ বিষয়ক কার্যক্রম সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বিকাল ৩টায় খুলনা সার্কিট হাউজের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির আসন অলংকৃত করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব
কে এম আলী আজম।
খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার জনাব মো. ইসমাইল হোসেন, এনডিসি এবং খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মো. মাসুদুর রহমান ভূঞা।
এ সময় কেএমপি’র ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ এবং খুলনা মহানগরী এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, সরকারী ও বেসরকারী প্রশাসনিক শীর্ষ কর্মকর্তাবৃন্দ আলোচনায় অংশ নেন।