খুলনায় মাদক ব্যবসার অভিযোগে গ্রেপ্তার দুজন। ছবি: খুলনা মেট্রোপলিটন পুলিশ

গত ২৪ ঘণ্টায় খুলনা মহানগর পুলিশের মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মিলন খাঁ (২৮), মো. বেল্লাল (২৬), মো. সুমন (৩৬) এবং মো. শফিকুল ইসলাম ওরফে তুফান (৩৮)। খুলনা মহানগরী ও দৌলতপুর থানাধীন এলাকা থেকে তাঁদের গ্ৰেপ্তার এবং ৪০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় তিনটি মাদক মামলা করা হয়েছে।