খুলনা মহানগর ডিবি পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে আধা কেজি গাঁজাসহ মোঃ সাগর শেখ নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
পুলিশ সূত্র জানায়, আজ মঙ্গলবার খানজাহান আলী থানাধীন দক্ষিণ গিলাতলা গফ্ ফার ফুড মিলস্ রোডের মরিয়ম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে পাঁকা রাস্তার ওপর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্ৰেপ্তার সাগর শেখ দক্ষিণ গিলাতলা গ্ৰামের মো. হানিফ শেখের ছেলে। এ ঘটনায় খানজাহান আলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।