সিলেট রেঞ্জ ফুটবল দল। ছবি : বাংলাদেশ পুলিশ

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে খুলনা রেঞ্জকে টাইব্রেকারে হারিয়ে বাংলাদেশ পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা ২০২৪ (আইজি কাপ)-এর সেমিফাইনালে উঠেছে সিলেট রেঞ্জ ফুটবল টিম।

মঙ্গলবার (১৬ জুলাই) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হয়।

প্রথামার্ধে কনস্টেবল রাসেল ও হেলিমের গোলে লিড নেয় সিলেট রেঞ্জ। তবে দ্বিতীয়ার্ধে দুই গোল শোধ দেয় খুলনা রেঞ্জ। পরে টাইব্রেকারে সিলেট রেঞ্জের জয় নিশ্চিত হয়।

এর আগে ময়মনসিংহ, বগুড়া, বরিশাল ও মানিকগঞ্জের ভেন্যুতে গ্রুপ পর্বের খেলা হয়। এই প্রতিযোগিতায় ১৭টি দল অংশ নিয়েছে। গ্রুপ পর্ব থেকে আটটি দল কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে।