জয়পুরহাটে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে খুন, ডাকাতি, মাদকসহ ২০ মামলার আসামি তালিকাভূক্ত এক সন্ত্রাসীকে অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার করেছে। জয়পুরহাট পৌরসভা এলাকা থেকে ২৪ মার্চ (বৃহস্পতিবার) তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামির নাম মো. এস এম ইসমাইল হোসেন ওরফে ডাবলু (৩৫)। তাঁর কাছ থেকে একটি ধারালো তলোয়ার, একটি বার্মিজ চাকু ও ৩০ গ্রাম হেরোইন জব্দ করা হয়েছে।
জেলা পুলিশ জানায়, ডিবি পুলিশের একটি দল ২৪ মার্চ জয়পুরহাট পৌরসভার হাতিল গাড়িয়াকান্ত এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও মাদকসহ ইসমাইলকে গ্রেপ্তার করেছে। তাঁর বিরুদ্ধে খুন, ডাকাতি, মাদকসহ ২০টি মামলা রয়েছে। তাঁকে গ্রেপ্তারের ঘটনায় জয়পুরহাট থানায় অস্ত্র ও মাদক আইনে দুটি মামলা হয়েছে।