জব্দ করা গাঁজা। ছবি : ডিএমপি নিউজ

রাজধানীর খিলগাঁও থেকে গাঁজাসহ দুজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা রমনা বিভাগের (ডিবি) একটি টিম। খবর ডিএমপি নিউজের।

আসামিরা হলেন মো. শিপন মিয়া ও মো. লাল মিয়া ওরফে লালন। গ্রেপ্তারের সময় তাঁদের কাছ থেকে ২৫ কেজি গাঁজা জব্দ করা হয়।

অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সহকারী পুলিশ কমিশনার নাজিয়া ইসলাম বলেন, গতকাল বুধবার বেলা ১টা ৪০ মিনিটের দিকে খিলগাঁও থানার ত্রিমোহনী ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

নাজিয়া ইসলাম আরও বলেন, গ্রেপ্তার আসামিরা ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা এনে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্রি করতেন। এ-সংক্রান্তে তাঁদের নামে রাজধানীর খিলগাঁও থানায় মামলা হয়েছে।