খুলনার খালিশপুরে সোমবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সঙ্গে যৌথ অভিযান চালিয়েছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
সকাল ১০টা ৪০ মিনিট থেকে দুপুর দেড়টা পর্যন্ত চলা এ অভিযানে পাঁচটি দোকানের মালিককে জরিমানা করা হয়েছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ওই দোকানগুলোর কাছ থেকে ১৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।