ইউক্রেনের দাবি, রুশ কমান্ডার ভিটালি গেরাসিমভ খারকিভের যুদ্ধে নিহত হয়েছেন। তাঁর এই ছবি প্রকাশ করেছে তারা। ছবি: সংগৃহীত

ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে বেশ কিছুদিন ধরেই প্রচণ্ড যুদ্ধ চলছে। শহরটি ঘিরে রেখেছে রুশ বাহিনী। ব্যাপক গোলাবর্ষণও করছে তারা। এই অবস্থার মধ্যেই ইউক্রেন দাবি করেছে, খারকিভের যুদ্ধে রাশিয়ার বাহিনীর একজন শীর্ষস্থানীয় কমান্ডার নিহত হয়েছেন, যিনি রুশ বাহিনীতে মেজর জেনারেল পদমর্যাদার। খবর বিবিসির।

তবে ইউক্রেনের এই দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে বিবিসি। রাশিয়ার তরফ থেকেও কোনো মন্তব্য আসেনি।

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, নিহত রুশ কমান্ডারের নাম ভিটালি গেরাসিমভ। রুশ সেনাবাহিনীতে তাঁর পদমর্যাদা ছিল মেজর জেনারেল। তিনি চিফ অব স্টাফ ছিলেন। তিনি রাশিয়ার ৪১তম আর্মি অব দ্য সেন্ট্রাল মিলিটারি ডিস্ট্রিক্টের প্রথম ডেপুটি কমান্ডার ছিলেন। তিনি দ্বিতীয় চেচেন যুদ্ধ ও সিরিয়ায় রাশিয়ার সামরিক অভিযানে অংশ নিয়েছিলেন। ক্রিমিয়া অভিযানের পর তিনি একটি পদক পেয়েছিলেন।

ইউক্রেনের কর্মকর্তারা একটি ছবি টুইট করে বলছেন, তিনিই রুশ কমান্ডার গেরাসিমভ, যিনি নিহত হয়েছেন।