খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) সরদার রকিবুল ইসলাম বিপিএম রোববার (৩০ জুন) বেলা ১১টার দিকে খানজাহান আলী থানা পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ কমিশনার খানজাহান আলী থানার দৈনন্দিন কার্যক্রম ও রেজিস্টার পর্যবেক্ষণ করেন।
তিনি বলেন, আমাদের মূল কাজ হলো সেবামূলক পুলিশিং কার্যক্রম চালানো। খানজাহান আলী থানার সেবামূলক কাজকে আরও এগিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে।
কেএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (উত্তর) সোনালী সেন পিপিএম; সহকারী পুলিশ কমিশনার (দৌলতপুর জোন) মো. আবুল বাশার, খানজাহান আলী থানার ওসি মো. হাফিজুর রহমান প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।