কুমিল্লা রিজিয়নের খাটিহাতা হাইওয়ে থানাপুলিশ অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।
আজ ২৫ আগস্ট দুপুর ২টায় খাটিহাতা হাইওয়ে থানার এএসআই(নিরস্ত্র) মো. আব্দুলখ কাদির সঙ্গীয় ফোর্সসহ ব্রাহ্মণবাড়িয়া বিশ্বোরড মোড়ে যানবাহন নিয়ন্ত্রণের ডিউটি করার সময় গোপন সংবাদের ভিত্তীতে জানতে পারেন যে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানাধীন ঢাকা-সিলেট মহাসড়কে সাফকো সিএনজি পাম্পের সামনে একজন মাদক কারবারি গাঁজা নিয়ে ঢাকার উদ্দেশে যাওয়ার জন্য অপেক্ষা করছেন।
এ খবর পাওয়ার পর হাইওয়ে পুলিশের টিম সাফকো সিএনজি পাম্পের সামনে অভিযান চালিয়ে মাদক কারবারি মো. শরিফকে (২০) ২ কেজি গাঁজাসহ আটক করে।
উদ্ধার গাঁজার আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা।
আটক মাদক কারবারির বিরুদ্ধে সরাইল থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।