খাগড়াছড়িতে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে টহল দিয়েছে ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (৭ এপিবিএন), খাগড়াছড়ি। নিয়মিত টহলের অংশ হিসেবে ১৯ মে (শুক্রবার) এই টহল পরিচালিত হয়।
৭ এপিবিএন জানায়, খাগড়াছড়ি জেলা শহর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে ১৯ মে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ৭ এপিবিএন, খাগড়াছড়ি টহল ডিউটি পরিচালনা করেছে। এই সময়ে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি।