জাতীয়খাগড়াছড়িতে আইনশৃঙ্খলা রক্ষায় ৭ এপিবিএনের টহল খাগড়াছড়ি প্রতিনিধি - মে ৪, ২০২৩55খাগড়াছড়ি শহরে ৭ এপিবিএনের টহল অভিযান। ছবি: বাংলাদেশ পুলিশ।৭ এপিবিএন খাগড়াছড়ির সদস্যরা খাগড়াছড়ি শহরের আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিতকরণে টহল অভিযান চালিয়েছে।৩ মে বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ টহল ডিউটি পরিচালিত হয়। তবে এ সময় কাউকে গ্রেপ্তার করা হয়নি।