বাংলাদেশ পুলিশে ক্যাডেট সাব-ইন্সপেক্টর অব পুলিশ (নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষা-২০২৩ অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে শেরপুরে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ জুন ) বিকেলে পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে শেরপুর জেলা পুলিশ আয়োজিত ব্রিফিং প্যারেড অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত থেকে নিয়োগ সংক্রান্ত ব্রিফিং করেন জেলার পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম।
পুলিশ সুপার নিয়োগ কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পাদনের লক্ষ্যে সংশ্লিষ্ট অফিসার ও ফোর্সদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে অবগত করেন। তিনি সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে যোগ্য প্রার্থী বাছাইয়ের জন্য দায়িত্বপ্রাপ্ত সকল পুলিশ সদস্যকে পেশাদারত্ব ও নিষ্ঠার সাথে নিজ নিজ দায়িত্ব পালনে নির্দেশনা ও পরামর্শ দেন।
ব্রিফিংয়ে মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), শেরপুর; মো. সাইদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), শেরপুর; তাহমিনা আক্তার, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ), শেরপুর সহ নিয়োগ কার্যক্রমে নিয়োজিত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বাংলাদেশ পুলিশে ক্যাডেট সাব-ইন্সপেক্টর অব পুলিশ (নিরস্ত্র) পদে নিয়োগের লক্ষ্যে শেরপুর জেলার প্রার্থীদের আগামী (৬ হতে ৮ জুন) ময়মনসিংহ পুলিশ লাইন্স মাঠে শারীরিক মাপ, কাগজপত্র যাচাইকরণ ও ফিজিক্যাল এনডুরেন্স টেস্ট এর সকল ইভেন্টের পরীক্ষা অনুষ্ঠিত হবে।