পুলিশি হেফাজতে জব্দ করা ভারতীয় বিড়ি। ছবি : বাংলাদেশ পুলিশ

সিলেটের কোম্পানীগঞ্জ থানা-পুলিশের অভিযানে ২ লাখ ১০ হাজার শলাকা ভারতীয় বিড়ি এবং একটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করা হয়েছে। তবে কাউকে গ্রেপ্তার করা যায়নি।

সোমবার (১৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কোম্পানীগঞ্জ থানাধীন দক্ষিণ রণিখাই ইউনিয়নের কান্দিবাড়ী গ্রাম থেকে এসব বিড়ি ও নৌকা জব্দ করা হয়।

কোম্পানীগঞ্জ থানার মিডিয়া কর্মকর্তা মাসুদ আহমেদ জানান, গোপন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে নৌকা রেখেই পালিয়ে যান আসামিরা। নৌকায় তল্লাশি চালিয়ে জব্দ করা হয় ২ লাখ ১০ হাজার শলাকা ভারতীয় বিড়ি। এসব বিড়ির আনুমানিক দাম ৪ লাখ ২০ হাজার টাকা।

তিনি আরও জানান, এ ঘটনায় চারজনের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।