সিলেট মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার হেফাজতে গ্রেপ্তার চোরাকারবারিরা। ছবি : সংগৃহীত

সিলেটে প্রায় কোটি টাকার চোরাই পণ্যবোঝাইসহ ৫টি ট্রাক জব্দ করেছে মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় ৯ চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়। গত শুক্রবারের এ অভিযানে ৮৭ লাখ ৪৮ হাজার টাকার ভারতীয় চিনি জব্দ করা হয়। খবর যুগান্তরের।

মহানগর গোয়েন্দা পুলিশের টিম-১ ও টিম-২ এর যৌথ অভিযানে এসএমপি শাহ পরান (রহ.) থানার মুরাদপুর সুরমা গেট-শ্রীরামপুর বাইপাস সড়কের হযরত শাহ পরান (রহ.) সেতুর উত্তরাংশের ওপর থেকে চোরাচালানের ৫টি ট্রাক জব্দ করা হয়।

গ্রেপ্তার চোরাকারবারিরা হলেন ওবাইদুর রহমান, শাওন আলী, রফিকুল ইসলাম, জুয়েল, নরুল ইসলাম, সাগর হোসেন, সুজন আলী, মামরোজ আলী ও মারুফ আলী।

এসএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, শুক্রবার রাতে তাদের ট্রাক থেকে ১ হাজার ৪৫৮ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়। যার মূল্য আনুমানিক ৮৭ লাখ ৪৮ হাজার টাকা। ওই মালামাল বহনের কাজে ব্যবহৃত ৫টি ট্রাক জব্দ করা হয়। চোরাকারবারিদের বিরুদ্ধে এসএমপির শাহ পরান (রহ.) থানায় মামলা করা হয়েছে।