কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ অফিসে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী, স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এর আগে গণভবন থেকে গাড়িতে চড়ে শনিবার (১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে কোটালীপাড়ায় পৌঁছান মাননীয় প্রধানমন্ত্রী। খবর বাসসের।
এ সময় মাননীয় প্রধানমন্ত্রীর আইসিটিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় তাঁর সঙ্গে ছিলেন।
মাননীয় প্রধানমন্ত্রী কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে পৌঁছে গাছের চারা রোপণ করেন।
ঈদের শুভেচ্ছা বিনিময়কালে আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় জনপ্রতিনিধিরা মাননীয় প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করেন।
পরে তিনি নবনির্মিত কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয় উদ্বোধন করেন। অনুষ্ঠান শেষে মাননীয় প্রধানমন্ত্রী বিকেলে টুঙ্গিপাড়ার উদ্দেশে কোটালীপাড়া ত্যাগ করেন।
রোববার (২ জুলাই) বিকেলে টুঙ্গিপাড়া থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর।