পুলিশি হেফাজতে আসামি। ছবি : বাংলাদেশ পুলিশ

সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।

গত মঙ্গলবার (৪ জুন) রাতে নগরীর আড়ংঘাটা থানাধীন রায়েরমহল কুলতলা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আসামি ময়না বেগমের (৩৫) বাড়ি নগরীর খালিশপুর থানা এলাকায়।

কেএমপি ডিবি জানায়, একটি মামলায় দেড় বছর ও ৫ হাজার টাকা জরিমানা এবং আরেকটি মামলায় তিন মাসের সাজা ও ১ লাখ ৬৫ হাজার টাকা জরিমানা হয়েছিল আসামির। গ্রেপ্তারের পর তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।