এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।
গত শুক্রবার (৮ মার্চ) রাতে নগরীর খালিশপুর থানাধীন উত্তর কাশিপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আসামি মো. হাসিব শেখের (২৪) বাড়ি খুলনার খালিশপুর থানা এলাকায়।
কেএমপি ডিবি জানায়, একটি মামলায় এক বছরের সাজা ও ২ হাজার টাকা জরিমানা হয়েছিল আসামির। আদালতের পরোয়ানার ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।