খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে চারটি গুলিসহ এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১৫ অক্টোবর) রাতে খালিশপুর থানাধীন বঙ্গবন্ধু সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে আসামিকে গ্রেপ্তার করা হয়।
আসামি নুর মোহাম্মদ জনির (২৮) বাড়ি খালিশপুর থানা এলাকায়।
জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামি দীর্ঘদিন ধরে খুলনা মহানগর এলাকায় অস্ত্র ব্যবসা এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত।
তাঁর বিরুদ্ধে খালিশপুর থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে বলে জানায় পুলিশ।