খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ৭০০ গ্রাম গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার হয়েছেন।
কেএমপি ডিবির একটি দল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৫ মিনিটে হরিণটানা থানাধীন খুলনা সিটি বাইপাসের পশ্চিম পাশ থেকে তাঁদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার দুজন হলেন হরিণটানার বাইপাসের পশ্চিম পাশের সাইফুল শেখ (৩৯) ও খুলনা সদরের মুসলমানপাড়ার তফিজুল শরীফ (৩৯)।
দুজনের নামে হরিণটানা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।