খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ১৩টি ইয়াবা বড়ি, মাদক বিক্রির ৩৩ হাজার টাকাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে নগরীর লবণচরা থানাধীন গল্লামারী লিনিয়ার পার্ক এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আসামি খান মো. মিরাজ তালুকদারের (২৫) বাড়ি খুলনার বটিয়াঘাটা থানা এলাকায়। তাঁর বিরুদ্ধে হত্যা ও মাদক মামলা রয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে লবণচরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।