খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ১০০টি ইয়াবা বড়িসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (১৮ জুন) রাতে দৌলতপুর থানাধীন দৌলতখান রোড থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আসামি মো. শামীম সরদারের (৩২) বাড়ি মাদারীপুর সদর থানা এলাকায়।
তাঁর বিরুদ্ধে দৌলতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে পুলিশ।