খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) গত ২৪ ঘণ্টায় (১৬ নভেম্বর) নগরীর বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে।
অভিযানে ৬৫০ গ্রাম গাঁজা, ১৫ পিস ইয়াবা বড়িসহ তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ বুধবার (১৭ নভেম্বর) কেএমপির অফিশিয়াল ফেসবুক পেজের এক পোস্টে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তার হওয়া মাদক কারবারিরা হলেন মো. টিপু সুলতান (২৪); তাঁর বাড়ি বাগেরহাটের মোরেলগঞ্জ থানার পলেরহাট বাজারে। মো. রুবেল তালুকদার (২৫); তাঁর বাড়ি খুলনার রূপসা থানার বাগানবাড়ি এলাকায়। সোহাগ খান (৩৮); তাঁর বাড়ি বাগেরহাটের কচুয়া থানার হাজরাখালী গ্রামে।
কেএমপি জানিয়েছে, গ্রেপ্তারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় তিনটি মামলা হয়েছে।