খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) মাসিক অপরাধ পর্যালোচনা সভা মঙ্গলবার (৪ এপ্রিল) বেলা ১১টায় অনুষ্ঠিত হয়েছে।
কেএমপির সদর দপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কেএমপি কমিশনার মো. মাসুদুর রহমান ভূঞা বিপিএম (সেবা)।
সভার শুরুতে শ্রেষ্ঠ মামলা তদন্তকারী কর্মকর্তা, শ্রেষ্ঠ মাদক জব্দকারী, শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী, শ্রেষ্ঠ ভিআর ও পাসপোর্ট তদন্তকারী এবং শ্রেষ্ঠ ট্রাফিক পুলিশ সার্জেন্টদের পুরস্কার হিসেবে টাকা দেওয়া হয়।
সভায় হত্যা, ডাকাতি, দস্যুতা, নারী নির্যাতন ও চুরি মামলার তদন্তের অগ্রগতি, ওয়ারেন্ট তামিলের পরিসংখ্যান, থানায় মামলা দায়ের ও নিষ্পত্তির পরিসংখ্যান, সাজা ও খালাস মামলার পরিসংখ্যান পর্যালোচনা করা হয়। এ ছাড়া মূলতবী মামলা দ্রুত নিষ্পত্তি, ওয়ারেন্ট তামিল বাড়ানো এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে দায়িত্ব পালনের নির্দেশ দেন কেএমপি কমিশনার।
কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (এঅ্যান্ডও) সরদার রকিবুল ইসলাম বিপিএম; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মো. সাজিদ হোসেন; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল) মোছা. তাসলিমা খাতুন; ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) মোল্লা জাহাঙ্গীর হোসেন; ডেপুটি পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ আনোয়ার হোসেন; বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) রাশিদা বেগম পিপিএম (সেবা); ডেপুটি পুলিশ কমিশনার (ডিবি) বি এম নুরুজ্জামান বিপিএম; ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম; ডেপুটি পুলিশ কমিশনার (প্রসিকিউশন) রিয়াজ উদ্দিন আহম্মেদ পিপিএম; ডেপুটি পুলিশ কমিশনার (এফঅ্যান্ডবি) শেখ মনিরুজ্জামান মিঠু; ডেপুটি পুলিশ কমিশনার (ইঅ্যান্ডডি) মো. কামরুল ইসলাম; ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) মনিরা সুলতানা; ডেপুটি পুলিশ কমিশনার (আরসিডি) শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী, অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনারবৃন্দ; সহকারী পুলিশ কমিশনারবৃন্দ; অফিসার ইনচার্জবৃন্দ এবং পুরস্কারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।