খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) মাদকবিরোধী অভিযানে ৭৭৫টি ইয়াবা বড়ি এবং ৩০০ গ্রাম গাঁজাসহ ছয় মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (১৬ জানুয়ারি) কেএমপি জানায়, মহানগরীর বিভিন্ন থানা এলাকা থেকে আসামিদের গ্রেপ্তার করা হয়।
আসামিরা হলেন জুবায়ের গাজী (২২), সোলাইমান (২৩), মো. মাসুদ রানা হাওলাদার (২২), মো. মেহেদী হাসান (২২) ও মো. সাগর মোল্লা (২৫)। এক আসামি অপ্রাপ্তবয়স্ক হওয়ায় পরিচয় প্রকাশ করা হয়নি।
তাঁদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করেছে পুলিশ।