খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) মাদকবিরোধী অভিযানে ১৭৮টি ইয়াবা বড়ি এবং ৫০০ গ্রাম গাঁজাসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (১৫ জানুয়ারি) কেএমপি জানায়, মহানগরীর বিভিন্ন থানা এলাকা থেকে আসামিদের গ্রেপ্তার করা হয়।
আসামিরা হলেন মো. রাশেদুজ্জামান (২৬), মো. রুহুল কুদ্দুস (৩৫), ফেরদাউস (৪৬) ও শেখ সাইফুল ইসলাম সুমন (৩২)।
আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করেছে পুলিশ।