খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) মাদকবিরোধী অভিযানে ১ কেজি ৫০ গ্রাম গাঁজা, ২৩০টি ইয়াবা বড়িসহ পাঁচ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) কেএমপি জানায়, গত ২৪ ঘণ্টায় নগরীর বিভিন্ন থানা এলাকা থেকে আসামিদের গ্রেপ্তার করা হয়।
আসামিরা হলেন আশরাফুজ্জামান (২১), মো. মিন্টু (২৯), মো. শাওন খান (২০), মো. আকাশ সরদার (২৩) ও মো. হাকিম সরদার মধু ওরফে জাহাঙ্গীর আলম (৪০)।
আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা হয়েছে।