খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) মাদকবিরোধী অভিযানে ৫৭০টি ইয়াবা বড়িসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২৬ অক্টোবর) নগরীর খুলনা ও হরিণটানা থানা এলাকা থেকে আসামিদের গ্রেপ্তার করা হয়।
আসামিরা হলেন গোপালগঞ্জের কোটালীপাড়া থানা এলাকার মো. রফিকুল ইসলাম (৩৬), যশোর কোতোয়ালি থানা এলাকার মো. ইমন মোল্লা (২০) এবং কক্সবাজারের রামু থানা এলাকার মো. শফি আলম (৩৬)।
আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা হয়েছে বলে জানায় পুলিশ।