খুলনা মহানগর পুলিশের গত ২৪ ঘণ্টার মাদকবিরোধী অভিযানে ৩ জন মাদক কারবারি গ্রেপ্তার হয়েছেন। খবর বেঙ্গলটাইমসের।
গ্রেপ্তারকৃতরা হলেন মো. আশরাফুল কবির ওরফে বাবু (৩৫), মো. রানা শেখ (২৬) ও মো. মনির কাজী (৩৮)।
তাঁদেরকে মহানগরীর সোনাডাঙ্গা মডেল ও দৌলতপুর থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের কাছ থেকে ১৫৩ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১০০ গ্রাম গাঁজা আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত মাদক কারবারির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ২টি মাদক মামলা করা হয়েছে।