খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) মাদকবিরোধী অভিযানে ১৫০টি ইয়াবা বড়ি এবং ১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁদের কাছ থেকে মাদক বিক্রির ৬ হাজার টাকা জব্দ করা হয়।
বুধবার (৬ জুলাই) কেএমপি জানায়, খুলনা মহানগরীর বিভিন্ন থানা এলাকা থেকে আসামিদের গ্রেপ্তার করা হয়।
আসামিরা হলেন নাসিমা বেগম (৪৭), মো. রেদোয়ান বাবু (২২), মোল্লা মো. আয়াতউল্লাহ (২৬) ও মো. মইনুর রহমান (২০)।
আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে।