খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) মাদকবিরোধী অভিযানে ৫১৫ গ্রাম গাঁজা, ৪০টি ইয়াবা বড়িসহ ছয় মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
গত রোববার (৭ জুলাই) সকাল থেকে সোমবার (৮ জুলাই) সকাল পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আসামিরা হলেন মো. ইউনুস খান টনি (২৮), রমজান মালি (৩০), মো. হাসান শেখ (৫০), মো. সোহান (৩১) ও মো. সোহাগ হাওলাদার (৩২)। অপ্রাপ্তবয়স্ক হওয়ায় অপর আসামির পরিচয় প্রকাশ করা হয়নি।
তাঁদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করেছে পুলিশ।