খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) গত ২৪ ঘণ্টায় (২৩ অক্টোবর) মহানগরীর বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান চালিয়েছে।
অভিযানে ১ কেজি ৩৫০ গ্রাম গাঁজাসহ চারজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ রোববার (২৪ অক্টোবর) কেএমপির অফিশিয়াল ফেসবুক পেজের এক পোস্টে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তার হওয়া মাদক কারবারিরা হলেন মনিরা বেগম (৩৩); তিনি খুলনার রূপসা থানার বাঘমারা কালাম ফকিরের বাড়ির পাশে বসবাস করেন। মো. রানা গাজী (২৩); তিনি দৌলতপুর থানার কবির বটতলা এলাকার বাসিন্দা। মো. সুজন (২২); তিনিও একই থানার মুচিপাড়া এলাকার বাসিন্দা। জনি (২৬); তিনি খুলনার লবণচরা থানার সাচিবুনিয়া ওয়াপদা রোড (দক্ষিণ ঝড়ভাঙ্গা) এলাকার বাসিন্দা।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় তিনটি মাদক মামলা হয়েছে।