খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) মাদকবিরোধী অভিযানে ২৮৭টি ইয়াবা বড়ি, ৩০০ গ্রাম গাঁজাসহ ছয় মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
গত সোমবার (৪ মার্চ) সকাল থেকে মঙ্গলবার (৫ মার্চ) সকাল পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আসামিরা হলেন মো. আল আমীন ওরফে বুলু (৪২), মো. মিজান তালুকদার (২৫), মো. জুয়েল হাওলাদার (২২), মো. ইব্রাহিম হাওলাদার ওরফে আশিক (৩৭), মো. জসিম আকন (৪২) ও মো. সজল সরদার (২০)।
আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করেছে পুলিশ।