খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) মাদকবিরোধী অভিযানে ২৯০টি ইয়াবা বড়ি, ৩০ লিটার চোলাই মদসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
ডিএমপি জানায়, গত ২৪ ঘণ্টায় খুলনা নগরের খুলনা ও খানজাহান আলী থানা এলাকায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়।
আসামিরা হলেন যশোরের মনিরামপুর থানা এলাকার মো. হাসান বিশ্বাস (৩০), অভয়নগর থানা এলাকার মো. রায়হান আহমেদ (২১) এবং খুলনার সোনাডাঙ্গা থানা এলাকার মো. ফয়সাল হোসেন (৩০) ও মো. সাত্তার ফারাজি (৬০)।
আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে।