খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) মাদকবিরোধী অভিযানে ২৪২টি ইয়াবা বড়ি, ১৫০ গ্রাম গাঁজা ও একটি মোটরসাইকেলসহ পাঁচ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১৫ নভেম্বর) সকাল থেকে বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকাল পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আসামিরা হলেন মো. জুবায়ের শেখ (২৪), মো. জাফর হাওলাদার (৪০), হৃদয় ঘোষ (১৯), মো. আসাদুজ্জামান জিতু (২২) ও মো. নাঈম খান (২৩)।
তাঁদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করেছে পুলিশ।