খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) মাদকবিরোধী অভিযানে ২০০টি ইয়াবা বড়ি, ৫০০ গ্রাম গাঁজাসহ ছয় মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২ আগস্ট) সকাল থেকে বৃহস্পতিবার (৩ আগস্ট) সকাল পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আসামিরা হলেন মোহাম্মদ মনিরুজ্জামান (৪৫), মো. সবুজ হোসেন (২২), মো. আল আমিন (২৪), মো. একরাম হোসেন ওরফে বাপ্পি (২১), মো. সেকু (২০) ও আশিক হাওলাদার (২০)।
তাঁদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করেছে পুলিশ।