খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) মাদকবিরোধী অভিযানে ৭২৫টি ইয়াবা বড়িসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (৩১ মে) থেকে বৃহস্পতিবার (১ জুন) পর্যন্ত নগরীর হরিণটানা ও খানজাহান আলী থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আসামিরা হলেন খুলনার বটিয়াঘাটা থানা এলাকার মো. আরিফ ইসলাম (১৯) এবং চট্টগ্রামের সাতকানিয়া থানা এলাকার মো. জয়নাল আবেদীন (২৬)।
তাঁদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করেছে পুলিশ।