খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সদস্যরা ৪৬ লিটার চোলাই মদ, ৪ পিস ইয়াবা ট্যাবলেট, ১০০ গ্রাম গাঁজাসহ ৩ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।
গত ২৪ ঘণ্টায় খুলনা মহানগর পুলিশের মাদকবিরোধী অভিযানে খুলনা সদর, হরিণটানা ও আড়ংঘাটা থানা এলাকা থেকে এই মাদক কারবারিদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাদক কারবারিরা হলেন মো. খায়রুল ইসলাম (২৫), মো. হিমেল সেরনিয়াবাদ (২৮) ও মো. রিয়াজ শেখ (২২)। তাঁদের কাছ থেকে ৪৬ লিটার চোলাই মদ, ৪ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১০০ গ্রাম গাঁজা আলামত হিসেবে উদ্ধার করা হয়।
গ্রেপ্তার মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৩টি মাদক মামলা করা হয়েছে।