খুলনায় পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার সাত মাদক কারবারির মধ্যে দুজন

খুলনা মহানগর পুলিশ (কেএমপি) মাদকবিরোধী অভিযান চালিয়ে সাতজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। তাঁদের কাছ থেকে ৯০ পিস ইয়াবা বড়ি ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে খুলনা মহানগরীর বিভিন্ন থানা এলাকা থেকে এই মাদক কারবারিদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. হাসান (১৯), মো. জামির খান (২২), মো. মনির হোসেন (২৭), মো. গোলাম রসুল (১৯), মো. হৃদয় হোসেন (১৯), মো. রুবেল (২৩), কালাম (৪৫)।
গ্রেফতার মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৪টি মাদক মামলা দায়ের করা হয়েছে।

গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৪ টি মাদক মামলা দায়ের করা হয়েছে।