খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) মাদকবিরোধী অভিযানে ১ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১৪ মার্চ) কেএমপি জানায়, নগরীর দৌলতপুর ও খানজাহান আলী থানা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আসামিরা হলেন দৌলতপুর থানা এলাকার মো. আশিক গাজী (২৯) এবং যশোরের বেনাপোল থানা এলাকার মো. নুর ইসলাম (৫৪)।
তাঁদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করেছে পুলিশ।