খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজা, ৫০টি ইয়াবা বড়িসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (১২ মার্চ) কেএমপি জানায়, নগরীর বিভিন্ন থানা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আসামিরা হলেন মো. রিপন ফকির (৪৮), মো. সাব্বির আহাম্মেদ (২২), মো. আলামীন আকন (২০) ও ছাব্বির শেখ (২৩)।
তাঁদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করেছে পুলিশ।