খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) মাদকবিরোধী অভিযানে ৩০টি ইয়াবা বড়ি এবং ৩০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (১২ ফেব্রুয়ারি) কেএমপি জানায়, নগরীর দৌলতপুর ও খালিশপুর থানা এলাকা থেকে আসামিদের গ্রেপ্তার করা হয়।
তাঁরা হলেন দিঘলিয়া থানা এলাকার মো. ফজর আলী (১৯) এবং দৌলতপুর থানা এলাকার মো. জিয়া সরদার (৩৮)।
আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করেছে পুলিশ।