খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) মাদকবিরোধী অভিযানে ৭০০ গ্রাম গাঁজা এবং ৬০টি ইয়াবা বড়িসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) কেএমপি জানায়, নগরীর দৌলতপুর ও খানজাহান আলী থানা এলাকা থেকে আসামিদের গ্রেপ্তার করা হয়।
তাঁরা হলেন যশোরের অভয়নগর থানা এলাকার মো. রুবেল বিশ্বাস (৩০), খুলনার খানজাহান আলী থানা এলাকার মো. হাবিবুর রহমান (৫১) এবং যশোরের কোতোয়ালি থানা এলাকার রওশন আরা (৫২)।
আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করেছে পুলিশ।