পুলিশি হেফাজতে আসামিরা। ছবি : বাংলাদেশ পুলিশ

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) মাদকবিরোধী অভিযানে ৫ কেজি ৪০০ গ্রাম গাঁজা, ৫০টি ইয়াবা বড়ি এবং একটি ব্যাটারিচালিত ভ্যানসহ পাঁচ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (২৭ জানুয়ারি) কেএমপি জানায়, মহানগরীর বিভিন্ন থানা এলাকা থেকে আসামিদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন মো. আলমগীর হোসেন (৩৯), মো. তাহাজ্জত আলী (৩২), মো. পারভেজ হোসেন নয়ন (২৪), মো. খোরশেদ আলম (৫০) ও মো. মনিরুল ইসলাম মনির (৩০)।

আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চারটি মামলা করেছে পুলিশ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে