খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) দৌলতপুর থানার অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
গত রোববার (৬ অক্টোবর) সন্ধ্যায় নগরীর দৌলতপুর থানাধীন মহেশ্বরপাশা পশ্চিমপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আসামি সামিয়া আক্তারের (১৯) বাড়ি দৌলতপুর থানা এলাকায়।
দৌলতপুর থানা-পুলিশ জানায়, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।