খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) বিশেষ অভিযানে এক মাদক কারবারি গ্রেপ্তার হয়েছেন। ওই সময় তাঁর কাছ থেকে এক কেজি গাঁজা জব্দ করা হয়।
গ্রেপ্তার মাদক কারবারির নাম মো. নাজমুল হোসেন (২৭), তিনি সাতক্ষীরার কলারোয়া থানার কেঁড়াগাছি গ্রামের বাসিন্দা।
কেএমপির অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া পোস্টে আজ শুক্রবার এসব তথ্য জানানো হয়।
পোস্টে আরও বলা হয়, আজ শুক্রবার দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে কেএমপির ডিবির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হরিনটানা থানাধীন মোস্তফার মোড় থেকে কৈয়া বাজার লিংক রোডে অবস্থিত একটি চায়ের দোকানের সামনে থেকে ওই আসামিকে গ্রেপ্তার করে।
এ সংক্রান্তে আসামির নামে হরিনটানা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।