খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) পুলিশ লাইন্সে গ্রান্ড কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।
কেএমপি কমিশনার মো. মাসুদুর রহমান ভূঞা, বিপিএম-সেবার সভাপতিত্বে বয়রায় পুলিশ লাইনসের মাল্টিপারপাস হলে মঙ্গলবার সকাল ১০টা ৫ মিনিটে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় কেএমপি কমিশনার বিভিন্ন ইউনিটে কর্মরত অফিসার ও ফোর্সদের সমস্যার কথা, বিভিন্ন দাবি ও প্রত্যাশা মনোযোগ দিয়ে শোনেন।
তিনি সেগুলো পূরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দেন এবং সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেন।